ওমান উপসাগরে প্রায় ৬০ লাখ লিটার চোরাই ডিজেলবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী। জাহাজটির নেভিগেশন সিস্টেম বিকল হয়ে যাওয়ায় এটি ভাসমান অবস্থায় ছিল বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ। জাহাজে থাকা ১৮ জন নাবিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপকূলে এই অভিযান চালানো হয়। তবে জাহাজটি কোন দেশের, তা প্রকাশ করা হয়নি। গত মাসেও পারস্য উপসাগর থেকে অনুরূপ একটি জাহাজ জব্দ করেছিল ইরানের কোস্টগার্ড।
ঘটনাটি এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলার উপকূল থেকে একটি ইরান-ভেনেজুয়েলা সংযোগযুক্ত ট্যাংকার জব্দ করেছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনাগুলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামুদ্রিক উত্তেজনা এবং পারস্পরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে।