Web Analytics

কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের মাঠে বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে এ কর্মসূচি থেকে জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ নিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া বলেন, তাকে পছন্দ করি বলেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনেক আগেই সতর্ক করেছিলাম। কিন্তু তিনি আমাদের আহ্বানে সাড়া না দিয়ে শেষ পর্যন্ত জুলাই আন্দোলনের চেতনা ও ইসলামি রাজনৈতিক দলবিরোধী বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। উনার এমন বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে-এটি কোনো অবস্থায়ই মেনে নেওয়া যায় না। কিশোরগঞ্জ জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী বলেন, ফজলুর রহমান সাহেব একজন বড়মাপের নেতা হয়েও সাম্প্রতিককালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বন্দনা গাইতে গিয়ে ইসলাম ও বৈষম্যবিরোধী জুলাই আন্দোলন নিয়ে, এমনকি তাদের অনেককে রাজাকার বলে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ভাষা ব্যবহার করছেন। ফজলুর রহমান বলেন, আমি আমার দলকে মুক্তিযুদ্ধের দল বলতে গিয়ে অনেক সময় প্রাসঙ্গিকভাবে অন্যান্য দলমতের কথা বলি। কিন্তু যেভাবে অপপ্রচার হচ্ছে, সেভাবে নয়।

Card image

Related Memes

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।