সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অষ্টম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। এই সময়ে তাদের পরনে ছিল কাফনের কাপড়। আন্দোলনরত শিক্ষকদের ভাষ্য, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী প্রথম দুই ধাপের সুপারিশ পাওয়া ব্যক্তিরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ৬ হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করা হয়। অভিযোগ রয়েছে কোটা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, এই কারণে রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই স্থগিতাদেশ জারি করে।