চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বাংলাদেশি বদর আলীকে (৩৮) আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সকালে বেনীপুর স্কুলপাড়া মাঠের শূন্যরেখা থেকে তাকে ধরে নিয়ে যাওয়ার সময় লাঠিপেটা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তার স্ত্রী জোসনা খাতুন স্বামীর জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পর বুধবার সকালে সীমান্ত থেকে ফেরার পথে বিএসএফ তাকে আটক করে। পুলিশ ও বিজিবি ঘটনাটি নিশ্চিত করেছে। বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানালেও এখনো বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।