বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে ১৩ লাখ মানুষ নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৮ লাখে। একই বছরে এইচআইভি–সম্পর্কিত কারণে ৬ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস সতর্ক করেছেন, আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় বৈশ্বিক এইডস প্রতিরোধ এখন এক সংকটপূর্ণ পর্যায়ে রয়েছে। সংস্থাটি জানায়, কলঙ্ক, বৈষম্য ও আইনগত বাধার কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এখনও চিকিৎসা ও প্রতিরোধ সেবা থেকে বঞ্চিত। এদিকে, ডব্লিউএইচও লেনাকাপাভির নামে বছরে দুইবার ইনজেকশন হিসেবে নেওয়া যায় এমন নতুন প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস (প্রিপ) ওষুধ অনুমোদন দিয়েছে, যা প্রতিরোধে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে অর্থায়ন হ্রাসের কারণে প্রায় ২৫ লাখ মানুষ প্রিপ সেবা হারাতে পারে বলে সতর্ক করেছে এইডস ভ্যাকসিন অ্যাডভোকেসি কোয়ালিশন। ডব্লিউএইচও সরকারগুলোকে স্থানীয় বিনিয়োগ বাড়ানো ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় আহ্বান জানিয়েছে।