Web Analytics

ঢাকার বুড়িগঙ্গা নদীতে মহান বিজয় দিবস উপলক্ষে ১০০ নৌকা নিয়ে ব্যতিক্রমী নৌ র‍্যালির আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই র‍্যালিতে প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশ নেন। লাল-সবুজ পোশাক ও হাতে জাতীয় পতাকা নিয়ে তারা শ্যামবাজার ঘাট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত যাত্রা করে পুনরায় শ্যামবাজারে ফিরে আসেন।

র‍্যালি শেষে শাখা সভাপতি ও প্যানেল প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতার গৌরবময় ইতিহাস স্মরণ ও নদী রক্ষার বার্তা ছড়াতেই এই আয়োজন। তিনি অভিযোগ করেন, বুড়িগঙ্গাসহ দেশের নদীগুলো দখল ও দূষণে মৃতপ্রায়, আর ভারতের পানি নিয়ন্ত্রণ বাংলাদেশের নদীগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক পোস্টকেও বাংলাদেশের স্বাধীনতাকে অবমাননাকর বলে মন্তব্য করেন।

দেশপ্রেম ও পরিবেশ সচেতনতার মিশেলে এই র‍্যালি ছাত্ররাজনীতিতে নতুন বার্তা দিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!