Web Analytics

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ও কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। ২০২৬ সালের ১৮ জানুয়ারি রোববার রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার কমিটির পক্ষে এই নোটিশ পাঠান। এতে বলা হয়, আগামী ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় অধ্যাপক মুজিবুর রহমানকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক মুজিবুর রহমানের উপস্থিতিতে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠকে বিরোধী দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয় এবং প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাওয়া হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে বলে অভিযোগে বলা হয়।

নোটিশে আরও বলা হয়েছে, এই বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি-২০২৫ এর ১৫, ১৬ ও ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। কেন এটি নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে অনুসন্ধান করে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে অধ্যাপক মুজিবুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!