পল্লবীতে ছিনতাইকারী সন্দেহে আটক যুবককে ছেড়ে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে এসআই আশরাফুলের বিরুদ্ধে। পুলিশ হেফাজতে ভুক্তভোগী রিয়াদ হোসেনের (৩৪) মৃত্যুর পর টাকা ফিরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পরিবার। তবে অস্বীকার করেছে পুলিশ। অন্যদিকে ভুক্তভোগীর বিরুদ্ধে ছিনতাইয়ে জড়িত থাকার কোনো আলামত না পেলেও ‘স্থানীয় অপরাধী গ্রুপে যুক্ত থাকার তথ্য রয়েছে’ বলে দাবি পুলিশের। তবে নিহতের স্ত্রীর দাবি, পাবলিক নয়, পুলিশ মেরেছে। এছাড়া সে অপরাধের সাথে যুক্ত নন বলেও জানান। ওদিকে ওসি বলেছেন, পুলিশ মারেনি, সিসিটিভি ফুটেজ রয়েছে। ঘুষের ব্যাপারে অভিযোগ করলে তদন্ত করা হবে।