মাদক চোরাচালান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের প্রতি পূর্ণ আনুগত্যের অঙ্গীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র যেকোনো সময় ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে পারে। সম্প্রতি ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে যুক্তরাষ্ট্র অন্তত ২১টি জাহাজে হামলা চালিয়েছে, যাতে ৮৩ জন নিহত হয়েছে। পিএসইউভি দলের এক সমাবেশে মাদুরো বলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের উত্তরাধিকারের প্রতি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প স্থলপথে অভিযান চালানোর হুমকি দিয়েছেন এবং ভেনেজুয়েলাকে আকাশসীমা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে।