Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করেছেন, চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত তার লড়াই চলবে। রবিবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার পদ্মকুট বাজারে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক উঠান বৈঠকে তিনি বলেন, আজকের চাঁদাবাজই আগামী দিনের টেন্ডারবাজ, যারা সাধারণ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলছে। তিনি প্রতিশ্রুতি দেন, প্রয়োজনে ভোট হারালেও অপরাধীদের কাছে মাথা নত করবেন না।

হাসনাত জানান, রাজমিস্ত্রি ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, যারা তার বাবার বন্ধু ছিলেন, তারাই এবার নির্বাচনে তার এজেন্ট হবেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণী, নারী ভোটার এবং প্রবাসীরা তার পক্ষে কাজ করছেন। নেতাদের বিশেষ সুবিধা ও প্রটোকল সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, এমন নেতাদের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আর মেনে নেওয়া হবে না।

দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বৈঠকে যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!