Web Analytics

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, চলতি বছরের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল মোট ৮৭৫ বার চুক্তি লঙ্ঘন করেছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এসব হামলায় অন্তত ৪১১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১১২ জন আহত হয়েছেন। লঙ্ঘনের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ২৬৫টি গুলিবর্ষণ, ৪৯টি সামরিক অনুপ্রবেশ, ৪২১টি গোলাবর্ষণ এবং ১৫০টি বাড়িঘর ধ্বংসের ঘটনা।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির আওতায় ইসরাইল মানবিক দায়বদ্ধতা পূরণে ব্যর্থ হয়েছে। চুক্তি অনুযায়ী ৪২,৮০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও এখন পর্যন্ত ঢুকেছে মাত্র ১৭,৮১৯টি। জ্বালানি সরবরাহও নির্ধারিত পরিমাণের মাত্র ১০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। এতে হাসপাতাল, বেকারি, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে।

গাজার কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন দ্রুত ত্রাণ ও জ্বালানি প্রবাহ নিশ্চিত করা হয়। তারা সতর্ক করেছে, তা না হলে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করবে।

Card image

Related Memes

logo
No data found yet!