সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নাকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গুমের অভিযোগে দায়ের করা দুটি মামলায় তিনি স্টেট ডিফেন্স হিসেবে দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১২(১) ধারায় এই নিয়োগ দেওয়া হয়, যেখানে বলা আছে অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী না থাকলে রাষ্ট্র খরচে একজন আইনজীবী নিয়োগ দেওয়া যাবে। পান্না বলেন, তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনাকে যথাযথ আইনি সহায়তা দিতে চান। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে আগেই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।