বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম বলেছেন, পিআর বা আনুপাতিক হারে নির্বাচনের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে, যার লক্ষ্য একটি অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। নারায়ণগঞ্জে ড্যাব আয়োজিত রক্তদান কর্মসূচিতে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তিনি জানান, তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, আন্দোলন শেষ হয়নি এবং দেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তা চলবে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, গণতান্ত্রিক পথে ফিরে আসুন, ষড়যন্ত্র বন্ধ করুন।