ইন্দোনেশিয়ার বালির কাছে কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। ফেরিটিতে ৫৩ যাত্রী, ১২ জন কর্মী ও ২২টি যানবাহন ছিল। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে অন্তত ৪৩ জন এখনও নিখোঁজ। পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পর ফেরিটি ডুবে যায়। রাতভর ৯টি নৌযানে উদ্ধার অভিযান চালানো হয়েছে। উত্তাল সমুদ্র ও দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণে ইন্দোনেশিয়ায় এমন নৌদুর্ঘটনা প্রায়ই ঘটে।