গণফোরামের সভাপতি প্রয়াত মোস্তফা মোহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে বিএনপি নেতা আমির খসরু বলেন, বিএনপিসহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে। এই সময় তিনি প্রত্যাশা করেন, পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। জানা গেছে, আগামীকাল তিনদিনের সফরে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। এতে বহু পুরনো সম্পর্ক জোরদার হবে বলে আশা করেন এই বিএনপি নেতা।