উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ১০ বছরের শিক্ষার্থী আইমান শুক্রবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। বর্তমানে হাসপাতালে ৪১ জন চিকিৎসাধীন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা ব্যয় সরকার বহন করছে এবং বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা সহায়তায় এগিয়ে এসেছেন। আইমানের মৃত্যুর পর তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।