Web Analytics

বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদের আকার অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়েছে।

বৈঠকে তিনটি আইন অনুমোদন দেওয়া হয়, মেট্রোরেলের ওপর থেকে ভ্যাট তুলে নেওয়া হয় এবং খেজুর আমদানির শুল্ক কমানো হয়। পাশাপাশি দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। শফিকুল আলম জানান, গত ১৬ মাসে প্রায় দুই হাজার আন্দোলন হলেও কোথাও গুলি চালানো হয়নি। তবে ভবিষ্যতে দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে।

এছাড়া মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ৩৬ জনের পরিবারকে ২০ লাখ টাকা করে এবং আহতদের ৫ লাখ টাকা ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!