চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত পুলিশ সদস্যদের হামলায় এক ডিসি ও ওসি আহত হয়েছে। এ ঘটনায় পাঁচজন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। শাহবাগের ওসি সংবাদমাধ্যমকে জানান, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে ঘেরাও করেছিলেন সচিবালয়। পরে পুলিশ দায়িত্ব পালন করতে গেলে বাধা দেন এবং এক পর্যায়ে গিয়ে হামলা করেন। ডিসি বলেছেন, সচিবালয়ে সামনে না থাকতে বলার প্রতিক্রিয়ায় হামলা করেছে আন্দোলনকারীরা।