স্বাস্থ্যগত কারণ ও চিকিৎসকদের পরামর্শে ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন, যা তাঁর মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়া নির্দেশ করে। ২০২২ সালের আগস্টে নির্বাচিত হওয়া ধনখড় এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। গত মার্চে হৃদ্রোগজনিত কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী ও অন্যান্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাঁর মেয়াদকালে ভারতের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির সাক্ষী থাকার অভিজ্ঞতা তুলে ধরেন।