শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় ষোলশহর রেলস্টেশনে এক ভিক্ষুক পরিবার সাহায্যের আবেদন জানালে তিনি তাৎক্ষণিক সহায়তা দেন এবং তাদের স্থায়ী পুনর্বাসনের আশ্বাস দিয়ে অফিসে আমন্ত্রণ জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে ডিসির নেতৃত্বে একটি দল ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করে। এ সময় শারীরিক প্রতিবন্ধী আব্দুল মজিদ ও তার সাত বছর বয়সী কন্যা ইয়াসমিনের সঙ্গে দেখা হয়। তারা কক্সবাজারের টেকনাফ থেকে এসে চট্টগ্রামে ফুটপাতে বসবাস করছেন। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ডিসি পরিবারটিকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে জেলা প্রশাসকের মানবিক উদ্যোগের প্রশংসা করছেন অনেকে, যা প্রশাসনের সামাজিক দায়বদ্ধতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।