গাজায় বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যসহ ২৮টি দেশ। এক যৌথ বিবৃতিতে তারা সহায়তা ব্যবস্থাকে অপমানজনক উল্লেখ করে নিন্দা জানায়। খাদ্য ও পানির জন্য অপেক্ষারত অবস্থায় ৮০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানানো হয়। জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো জানায়, সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে হামাসকে দায়ী করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা ৫৯,০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।