আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনি ইশতেহার প্রণয়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দলীয় সূত্র জানায়, এবারের ইশতেহার শুধু নির্বাচনি প্রতিশ্রুতির দলিল নয়, বরং রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও মানবসম্পদ রূপান্তরের একটি সমন্বিত রূপরেখা হিসেবে উপস্থাপন করা হবে। এতে তরুণ ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ গঠন এবং তরুণ প্রজন্মকে রাষ্ট্র উন্নয়নের মূল চালিকাশক্তিতে পরিণত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইশতেহারটি শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা, খালেদা জিয়ার ভিশন–২০৩০, তারেক রহমানের ৩১ দফা ও জুলাই জাতীয় সনদের আলোকে প্রণয়ন করা হচ্ছে।
‘তারুণ্যের রূপরেখা’ নামে আলাদা অধ্যায়ে তরুণদের জন্য এক কোটি কর্মসংস্থান, বেকার ভাতা, এসএমই সহায়তা, স্টার্টআপ ফান্ড, আইটি প্রশিক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি থাকছে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, কৃষি আধুনিকায়ন, নারী ও সংখ্যালঘু সুরক্ষা এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা চালুর অঙ্গীকারও অন্তর্ভুক্ত হয়েছে।
বিএনপি জানিয়েছে, ইশতেহারের মূল বিষয়গুলো সংক্ষেপে লিফলেট আকারে আগেই জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে এবং নির্বাচনি প্রচার শুরু হলে বড় অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।