Web Analytics

রবিবার সকালে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নিকলীর প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন। এই তীব্র শীতে হাওর অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, এমন শীত তারা আগে কখনো দেখেননি। পথচারী মো. ঈমাম হোসেন (৬৫) বলেন, তীব্র শীতের কারণে চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী (৭২) জানান, নিকলীর জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে এবং দরিদ্র, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্টে আছেন।

সিনিয়র অবজার্ভার আক্তারুজ্জামান ফারুক জানান, গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে তাপমাত্রা ক্রমাগত কমছে। তিনি আরও জানান, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!