Web Analytics

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) অডিটোরিয়ামে শিক্ষক সমিতির আয়োজনে জার্নাল ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন এবং নবপ্রমোশনপ্রাপ্ত ও নবউত্তীর্ণ চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিকডুকে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করা সম্ভব।

বক্তারা জানান, বর্তমানে নিকডুতে প্রতিদিন ছয়টি অপারেশন থিয়েটারে সার্জারি হচ্ছে এবং এখন পর্যন্ত ৪৪টি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত এক মাসেই পাঁচটি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। বহির্বিভাগে প্রতিদিন প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলফা সানি সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। সভাপতি সহযোগী অধ্যাপক ডা. মশিউর আরেফিন রুবেল বলেন, নিকডু অচিরেই ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে জাতীয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং চিকিৎসা সেবার মানোন্নয়নে নেতৃত্ব ও ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!