ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির নেতৃত্বাধীন জোট পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মঙ্গলবারের নির্বাচনে এই জোট প্রায় ১৩ লাখ ১৭ হাজার ভোট পেয়েছে। মোট ভোট পড়েছে ৫৬ দশমিক ১১ শতাংশ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার আশায় সুদানি এই নির্বাচনে অংশ নেন। তবে অনেক তরুণ ভোটার এই নির্বাচনকে প্রতিষ্ঠিত দলগুলোর মধ্যে তেল সম্পদ ভাগাভাগির একটি প্রক্রিয়া হিসেবে দেখছেন। ৩২৯ আসনের সংসদে কোনো দল এককভাবে সরকার গঠন করতে না পারায়, জোট গঠন ও সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।