চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন নির্বাচনি খরচ মেটাতে ভোটারদের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছেন। ১৭ জানুয়ারি ২০২৬ রাত ১২টার পর নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে তিনি বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করে সমর্থকদের কাছ থেকে সহায়তা চান এবং নির্বাচন কমিশনের নির্ধারিত সীমার মধ্যে ব্যয় করার প্রতিশ্রুতি দেন।
জয়নাল আবেদীন জানান, তার আসনে ৫ লাখ ২২ হাজার ২৪৭ জন ভোটার রয়েছে এবং কমিশনের নিয়ম অনুযায়ী তিনি সর্বোচ্চ ৫২ লাখ ২২ হাজার ২৭০ টাকা ব্যয় করতে পারবেন। তিনি বলেন, প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার পরিবর্তে ভোটারদের সহযোগিতায় নির্বাচনি ব্যয় মেটানো হলে স্বচ্ছতা বজায় থাকবে। তিনি প্রতিশ্রুতি দেন, প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে।
চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা চলছে। অনেকেই বলছেন, জয়নাল আবেদীনের এই উদ্যোগ ঢাকার, বরিশালের ও নোয়াখালীর কয়েকজন প্রার্থীর পূর্ববর্তী পদক্ষেপের অনুকরণ।