Web Analytics

ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে যান এক মোটরসাইকেলচালক। ঘটনাটি ঘটে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশানের ৬৫ নম্বর সড়কে, যখন তারেক রহমান অফিস থেকে বাসায় ফিরছিলেন। তার নিজস্ব নিরাপত্তা দলও তখন গাড়িবহরে ছিল। ঘটনাটি নিয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম জানান, সাদা হিরো হাংক মোটরসাইকেলে এক ব্যক্তি দ্রুত এসে গাড়িতে খাম লাগিয়ে আমেরিকান ক্লাবের দিকে চলে যান। ঘটনাটির একটি ভিডিও পাওয়া গেলেও তা স্পষ্ট নয়। এখনো মোটরসাইকেল বা চালককে শনাক্ত করা যায়নি এবং খামের ভেতরে কী ছিল, তা-ও জানা যায়নি।

গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম বলেন, তদন্ত চলছে। খামটি বর্তমানে বিএনপি চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দলের কাছে রয়েছে এবং পুলিশকে এর বিষয়বস্তু জানানো হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!