বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের মধ্যে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তুরস্কের পক্ষে নেজমেদ্দিন বিলাল এরদোয়ান স্বাক্ষর করেন। বৈঠকে কাবাডি, বলিখেলা, নৌকা বাইচসহ দেশীয় খেলাগুলোর আন্তর্জাতিক প্রচারে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করা হয়। এছাড়া, বাংলাদেশে স্কুল স্থাপন, শিক্ষাবৃত্তি ও রোহিঙ্গা শিবিরে ক্রীড়া আয়োজনের আগ্রহও জানায় তুরস্ক। উভয় পক্ষ গাজা গণহত্যার বিরুদ্ধে অবস্থান এবং সাংস্কৃতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।