বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষণা করেছে যে তারা আসন্ন জাতীয় নির্বাচনে শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আরও সাতটি আসন ছেড়ে দিচ্ছে। এসব আসনে বিএনপি নিজস্ব প্রার্থী না দিয়ে শরিক দলের প্রার্থীদের সমর্থন করবে। আসনগুলো হলো ঢাকা-১২, বগুড়া-২, পটুয়াখালি-৩, ঝিনাইদহ-৪, ব্রাহ্মণবাড়িয়া-৬, পিরোজপুর-১ এবং যশোর-৫। এসব আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টি (কাজী জাফর) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল। দলটির নেতারা জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে বিরোধী জোটের ঐক্য ও নির্বাচনী সমন্বয় আরও শক্তিশালী হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই আসন বণ্টন কৌশল আসন্ন নির্বাচনে বিরোধী জোটের সমন্বিত প্রচারণা জোরদার করবে। নির্বাচনের আগে আরও আসন ভাগাভাগির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।