ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাংলা ভাষায় কথা বললেই মানুষকে বাংলাদেশি ও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে—লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির জয় হিন্দ কলোনির বাংলাভাষী বাসিন্দাদের বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন করে জবরদস্তি উচ্ছেদের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব শ্রমিক দিল্লি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মমতা দাবি করেন, ভাষা নয়, নাগরিকত্বের ভিত্তিতেই অধিকার নিশ্চিত হওয়া উচিত। বিজেপি বাংলাভাষীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের উপর নিপীড়ন চালাচ্ছে।