ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার যুবক মোহাম্মদ হোসেন বরই চাষে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। গত পাঁচ বছর ধরে তিনি বাড়ির আঙিনার ১৬০ শতাংশ জমিতে বল সুন্দরী, থাই আপেল কুল, চায়না টক-মিষ্টি কুল ও ভারত সুন্দরী—এই চার জাতের বরই চাষ করছেন। আবহাওয়া অনুকূলে না থাকলেও এ মৌসুমে তার ফলন স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ হয়েছে এবং তিনি প্রায় ১৬ লাখ টাকার বরই বিক্রির আশা করছেন।
হোসেন পতিত জমিতে এক একর জায়গায় বরই চাষ শুরু করে ধীরে ধীরে জমি ও গাছের সংখ্যা বাড়িয়েছেন। ইতোমধ্যে তিনি ২ হাজার কেজি চায়না টক-মিষ্টি কুল প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি করেছেন। পাইকারি প্রতি কেজি ১৩০ টাকা ও খুচরা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশপাশের ১৬ জন চাষি তার কাছ থেকে পরামর্শ নিয়ে বরই চাষ শুরু করেছেন।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু হাসনাইন জানান, হোসেনের বাগান সম্পূর্ণ হাইজানিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং তার বরই অত্যন্ত রসালো ও মিষ্টি। নতুন করে কেউ বাণিজ্যিকভাবে বরই চাষে আগ্রহী হলে কৃষি অফিসের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে।