নিউ ইস্কাটনের একটি বাসা থেকে রোববার (৮ জুন) সাফিনা আহমেদের তরী (৩০) নামে সাবেক এক সংবাদ উপস্থাপকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। সাফিনার মা সাবিহা আহমেদ রিতা জানান, চার বছর ধরে মদ্যপান করছেন সাফিনা। ঘটনার দিন সন্ধ্যায় মায়ের সঙ্গে কথা বলে নিজের রুমে চলে যান তিনি। পরদিন দুপুরে ডাকতে গিয়ে মা দেখতে পান, তরী বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।