২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ইতালির বিপক্ষে খেলবে বাংলাদেশ। ক্রিকবাজে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, ইতালি ও নেপাল থাকবে একই গ্রুপে। ইউরোপীয় বাছাইপর্বে ভালো খেলে ইতালি এবার মূল পর্বে জায়গা করে নিয়েছে। মোট ২০টি দল পাঁচটি গ্রুপে ভাগ হবে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রতিটি গ্রুপ থেকে দুইটি দল যাবে সুপার এইটে। টুর্নামেন্টটি চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত, আর ফাইনাল হতে পারে আহমেদাবাদ বা কলম্বোতে। সূচি প্রকাশ পাবে ২৫ নভেম্বর। এদিকে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। আয়োজক ভারত ও শ্রীলঙ্কাসহ র্যাঙ্কিং ও আঞ্চলিক বাছাই থেকে আসা দলগুলো নিয়ে এবারের বিশ্বকাপ হবে সবচেয়ে বৈচিত্র্যময়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।