Web Analytics

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টি। এতে মজিবুর রহমান মঞ্জু বলেন, নুরের স্বাস্থ্য নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ফ্যাসিবাদের বিচার হলে কেন সহযোগীদের বিচারের আওতায় আনা হবে না? ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন থেকে জাতিকে বঞ্চিত করার জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমানভাবে দায়ী। এখন থেকে রাজপথেই আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে। তিনি বলেন, গণঅধিকারের অফিস পর্যন্ত ভাঙচুর হয়েছে, জাতীয় রাজনৈতিক নেতাদের নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে। কোনো উস্কানি ছাড়াই মিছিলে হামলা হয়েছে। টালবাহানা না করে সঠিক তদন্ত করতে হবে। এ সময় তিনি দুই দফা দাবি জানান- নুরের সর্বোত্তম চিকিৎসা রাষ্ট্রের খরচে নিশ্চিত করতে হবে এবং হামলায় জড়িতদের নাম প্রকাশ করে ৬ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। মঞ্জু বলেন, আপনারা যদি হাসিনার মতো ডিল করতে চান, তবে পরিণতিও হবে ইয়াহিয়ার মতো। এই সময় আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গত এক বছরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এমন নির্মমভাবে আইনশৃঙ্খলা বাহিনী মারেনি। অথচ দিল্লির দাসদের অফিস পাহারা দেওয়া হয়, আর গণঅভ্যুত্থানের নেতাদের পেটানো হয়।

Card image

Related Memes

logo
No data found yet!