খিলগাঁও থানার হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে পালিয়ে গেছেন। জানা যায়, শরিফুল ইসলামকে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। এ নিয়ে ডিএমপির প্রসিকিশন বিভাগের এডিসি মাইন উদ্দিন বলেন, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কোতোয়ালি থানাকে জানানো হয়েছে আসামিকে গ্রেফতারের জন্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান।