বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট ঘোষণা করেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একইসঙ্গে ইসরাইলের বিরুদ্ধে ১২টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যার মধ্যে রয়েছে বসতি থেকে আমদানি নিষিদ্ধ ও ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি ক্রয়নীতি পর্যালোচনা। গাজায় মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডাও স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়াম সম্প্রতি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে দুই ইসরাইলি সেনাকে আইসিসিতে পাঠিয়েছে।