Web Analytics

২০২৪ সালের ৫ জুলাই শুক্রবার সরকারি চাকরিতে কোটা বাতিল সংক্রান্ত চার দফা দাবির ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সারা দেশে অনলাইন ও অফলাইনে জনসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। এর আগে ৪ জুলাই সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ প্রত্যাহারের সময় নাহিদ ইসলাম তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন—৫ জুলাই জনসংযোগ, ৬ জুলাই বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিক্ষোভ মিছিল, এবং ৭ জুলাই ক্লাস ও পরীক্ষা বর্জন। আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনে একাত্মতা প্রকাশ করে আন্দোলনকে জোরদার করেছে। পাশাপাশি, সরকারি পরিপত্রের অংশবিশেষ অবৈধ ঘোষণা করে হাই কোর্টের রায়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাবির বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’, যারা শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানায়।

Card image

Related Memes

logo
No data found yet!