Web Analytics

লক্ষ্মীপুরের রায়পুরে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব নিজ বাড়ির মুরগির ফার্মে গরম পানি প্রস্তুত করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন। গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। রায়পুর সরকারি কলেজ ছাত্রদলসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। নেতাকর্মীরা জানিয়েছেন, রাকিব ছিলেন একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ সংগঠক, যার মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি।

এই দুর্ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক সহানুভূতি সৃষ্টি করেছে এবং গ্রামীণ এলাকায় বিদ্যুৎসংক্রান্ত ঝুঁকির বিষয়টি নতুন করে সামনে এনেছে।

Card image

Related Memes

logo
No data found yet!