Web Analytics

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, হাওর রক্ষা বাঁধ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। তিনি সতর্ক করে বলেন, বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা প্রতিবন্ধকতা দেখা দিলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে। রোববার সুনামগঞ্জের জামালগঞ্জে হালির হাওরের বাঁধ, বেহেলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

তিনি এ সময় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, উপজেলা প্রশাসন শিশু পার্ক ও সংস্কারকৃত উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন এবং ভীমখালী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নথিপত্র ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। কমিশনার বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য সরকার ও প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন।

Card image

Related Memes

logo
No data found yet!