Web Analytics

রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে দাবি উঠেছে। অনলাইন পোর্টাল *আমার দেশ* জানিয়েছে, তাদের হাতে থাকা ছবিতে দেখা যায় ওই ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির পাশে বসে ছিলেন। তবে সংবাদমাধ্যমটি তার পরিচয় প্রকাশ করেনি। আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক মাধ্যমে দাবি করেন, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ বিন ফয়সাল, যিনি সাবেক ছাত্রলীগ নেতা।

সায়ের আরও বলেন, ফয়সাল জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী এবং তিনি গত নভেম্বর মাসে ঢাকায় অস্ত্রসহ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বিজয়নগরে মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন।

এর আগে হাদি সামাজিক মাধ্যমে অভিযোগ করেছিলেন যে, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি আওয়ামী লীগকে দায়ী করেন। এখনো পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করেনি।

Card image

Related Memes

logo
No data found yet!