নওগাঁর পোরশা উপজেলার রোদগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গরু চড়াতে গিয়ে ভারতীয় সীমান্তে গুলি খেয়ে তিনি মারা যান বলে স্বজনদের দাবি। তবে রাত ৮টা পর্যন্ত তার লাশ হস্তান্তর করেনি বিএসএফ। বিজিবি জানায়, বিএসএফ গুলির কথা অস্বীকার করছে। তারা ঘটনার তদন্ত করছে এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।