Web Analytics

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয় এবং তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে লটারির মাধ্যমে দেশের ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হলেও মেট্রোপলিটন এলাকার কোনো থানাকে অন্তর্ভুক্ত করা হয়নি। সর্বশেষ এই আদেশে রাজধানীর থানাগুলোর নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে, যা নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিতের অংশ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির অংশ হিসেবে এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!