ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে হলে জনগণকে নৈতিক, দক্ষ ও কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ইউথ কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেন ড. মাহদি আমিন, ববি হাজ্জাজ, শাহির চৌধুরী ও শাফকাত রাব্বীসহ বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষা বিশেষজ্ঞ।
বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু প্রযুক্তি নয়, এটি শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ধরণ পরিবর্তন করছে। তাই শিক্ষকদের ক্ষমতায়ন জরুরি। তারা ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাবলেট’ নীতি বাস্তবায়নের প্রস্তাব দেন, যাতে শিক্ষকরা নিয়মিত শিখতে পারেন এবং মানসম্মত শিক্ষা দিতে পারেন। প্রযুক্তি শিক্ষকের বিকল্প নয়, বরং তাদের শক্তিশালী করার উপায়।
আলোচনায় শিক্ষানীতি সংস্কার, ডিজিটাল বৈষম্য, কর্মসংস্থান উপযোগী দক্ষতা এবং তরুণ নেতৃত্ব গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সতর্ক করেন, ভাষা দক্ষতা ও প্রশিক্ষণের ঘাটতি পূরণ না হলে বৈশ্বিক শ্রমবাজারে সুযোগ হারানোর ঝুঁকি থাকবে।