গাজীপুরের মনিপুর এলাকায় জাহিন রিসাইক্লিং প্ল্যান্টে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১:৩০টায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৫টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন ছড়িয়ে পড়া রোধ করতে কাজ করছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে। কর্তৃপক্ষ আগুন যাতে আরও বৃদ্ধি না পায় সেজন্য পদক্ষেপ গ্রহণ করছে।