Web Analytics

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা মঙ্গলবার সকালে টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে। সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমানসহ প্রায় আড়াই লাখ মুসল্লি অংশ নেন। ইজতেমা চলাকালে ছয় মুসল্লির মৃত্যু হয়েছে। দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও তিন চিল্লার জামাত ২০২৬ সালের ২ থেকে ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় বের হন। বাকি মুসল্লিরা নিজ নিজ এলাকায় ফিরে যান। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনের পর টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

Card image

Related Memes

logo
No data found yet!