মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও সোশ্যাল সিকিউরিটি কার্ডের জাল ডিজিটাল টেমপ্লেট বিক্রির অভিযোগ এনেছে। অভিযুক্ত ব্যক্তি অনলাইনে অবৈধ মার্কেটপ্লেস পরিচালনা করে এসব সংবেদনশীল নথির হুবহু নকল বিক্রি করতেন বলে এফবিআই জানায়। ২১ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত বার্তায় সংস্থাটি এ তথ্য নিশ্চিত করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এই অভিযানে সরাসরি সহযোগিতা করেছে। যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টের পরোয়ানার ভিত্তিতে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো জব্দ করা হয়। বর্তমানে এসব সাইটে প্রবেশ করলে এফবিআই, মার্কিন বিচার বিভাগ ও সিটিটিসি-র লোগোসহ একটি নোটিশ দেখা যাচ্ছে, যেখানে উল্লেখ আছে যে ১৮ ইউ.এস.সি. ধারার অধীনে যৌথভাবে ডোমেইনগুলো নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
তদন্তের স্বার্থে অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি। এই অভিযান যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সাইবার অপরাধ দমন সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।