ধর্ম উপদেষ্টা ড. আ ফম খালিদ হোসেন বলেছেন, আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে সমাজে নৈতিক পরিবর্তন আনা সম্ভব। চট্টগ্রামের ওয়েল পার্ক হোটেলে আসসুন্নাহ মডেল মাদরাসার বার্ষিক মাহফিল ও সনদ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ধর্ম ছাড়া শিক্ষা মানুষকে বিপথগামী করতে পারে। তিনি আরও জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখরভাবে আয়োজনের জন্য সরকার কাজ করছে এবং নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে আল্লাহভীতিসম্পন্ন নেতৃত্বের প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপকসহ অন্যান্য ধর্মীয় নেতারা বক্তব্য দেন। শেষে ২০২৫ সালের হিফয বিভাগের উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।