জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে একটি বাসায় আগুন লেগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম (রনি), বাড়ির মালিক আবদুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং ভাড়াটিয়া মো. হাসিনুর।
জানা যায়, রায়হান ও রাহাতের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের এক পর্যায়ে রায়হান পেট্রোল ঢেলে ঘরে আগুন দিতে যান। তখন রনি ও হাসিনুর বিবাদ মেটাতে গেলে রায়হান লাইটার জ্বালালে আগুন ছড়িয়ে পড়ে এবং চারজনই দগ্ধ হন। প্রাথমিকভাবে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
দায়িত্বরত চিকিৎসক জানান, দুজন গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসা নেন এবং সাইফুল ইসলামের শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করা হয়। পরে চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।