Web Analytics

ঢাকার বিশেষ জজ আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। মামলায় অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ধানমন্ডির সুধাসদনে তার স্বামী ড. ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য গোপন করে মিথ্যা হলফনামা দিয়ে রাজউকের বিধি লঙ্ঘন করে নতুন প্লট নেন। এতে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগও আনা হয়। মামলার একমাত্র গ্রেফতার আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম আদালতে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল শুরু থেকেই পলাতক রয়েছেন। একইসঙ্গে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।