রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের মস্কো সফরের পর তার ধারণা হয়েছে যে পুতিন যুদ্ধ শেষ করতে চান। মস্কোতে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনের সংশোধিত শান্তি প্রস্তাব আলোচনা হয়। ট্রাম্প জানান, বৈঠকটি ইতিবাচক ছিল এবং সমঝোতার জন্য উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার মতামত বিবেচনায় নিতে প্রস্তুত। তবে রয়টার্স জানায়, পাঁচ ঘণ্টার বৈঠকের পরও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ট্রাম্প আবারও দাবি করেন, তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না এবং কূটনৈতিক সমাধানই তার অগ্রাধিকার।